চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

আশুতোষ সুজনের ‘দেশান্তর’ মুক্তি পাবে ১১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২২ | ১১:৫৫ পূর্বাহ্ণ

কবি নির্মলেন্দু গুণের উপন্যাস অবলম্বনে সরকারি অনুদান পাওয়া ছবি ‘দেশান্তর’। ছবিটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। দেশভাগের ওপর সিনেমাটি তৈরি হয়েছে। ১১ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। পাঠকপ্রিয় ‘দেশান্তর’ উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তার বিপরীতে দেখা যাবে আহমেদ রুবেলকে।

 

এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও নাট্যকার সতীর্থ রহমানের মেয়ে রোদেলা সুভাষিণী টাপুরের। তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন এই সময়ের দর্শকপ্রিয় মুখ ও জনপ্রিয় অভিনয়শিল্পী নরেশ ভূঁইয়া-শিল্পী সরকার অপুর পুত্র ইয়াশ রোহান।

 

ছবিটি সম্পর্কে নির্মাতা আশুতোষ সুজন বলেন, ‘এটি মূলত দেশভাগের গল্প, দেশপ্রেমের গল্প, প্রেমের গল্প। তবে প্রচলিতভাবে আমরা যেটা দেখি দেশে কোনো একটা বড় ধরনের সহিংসতার পর একটি সম্প্রদায়ের চলে যাওয়ার গল্প। কিন্তু দেশান্তরে বলা হয়েছে দেশকে ভালোবেসে ওই সম্প্রদায়ের থেকে যাওয়ার গল্প’।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন