চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সিলভার স্ক্রিনে আজ ‘জন উইক : চ্যাপ্টার ৩’

২৪ মে, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

আজ শুক্রবার সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জন উইক : চ্যাপ্টার ৩’। ছবিটির গল্প শুরু হয় এভাবে, ‘জন উইক’ একজন সাবেক হিটম্যান। আন্ডারওয়ার্ল্ডের কোনো সংস্থার হয়ে খুনোখুনি সংক্রান্ত কাজ করতো অর্থের বিনিময়ে। সবকিছু ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান তিনি। কিন্তু আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের সেই অন্ধকার জগৎ তার পিছু ছাড়ে না। এমন গল্প নিয়ে তৈরি কিয়ানু রিভসের দুর্ধর্ষ জন উইকের চরিত্র। এবার মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় কিস্তি। ছবির ট্রেইলার প্রকাশের পরই ঝড় উঠেছে হলিউডে। প্রথম-দ্বিতীয় কিস্তির মতোই গতিশীল অ্যাকশন দৃশ্য এরই মধ্যে দর্শকের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে।
জন উইক সিরিজের তৃতীয় কিস্তি ‘জন উইক : চ্যাপ্টার ৩’ পরিচালনা করেছেন ক্যাড স্টেহলস্কি। ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন কিয়ানু রিভস। আরও অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরি, লরেন্স ফিশবার্ন, মার্ক ড্যাকেসকস, কেট ডিলন, ল্যান্স রেডিক, অ্যাঞ্জেলিকা হিউস্টনের মতো একঝাঁক অভিনয়শিল্পী। সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স নগরীর ষোলশহর এলাকা ফিনলে স্কয়ার শপিং মলের ৭ম তলায় অবস্থিত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট