চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

হজ শেষে দেশে ফেরা নিয়ে হাজিদের কঠোর নির্দেশ দিল সৌদি
ফাইল ছবি

হজ শেষে দেশে ফেরা নিয়ে হাজিদের কঠোর নির্দেশ দিল সৌদি

সৌদিআরব সংবাদদাতা

১১ জুন, ২০২৫ | ৯:৫০ অপরাহ্ণ

শেষ হয়েছে পবিত্র হজ। এরই মধ্যে দেশে ফিরতে শুরু করেছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা। হজযাত্রীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই মক্কা ও মদিনায় অবস্থানরত সকল হাজিকে সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

মন্ত্রণালয় জানায়, সময়মতো ফেরত যাওয়া শুধু আইনি বাধ্যবাধকতাই নয় বরং এটি রাজ্যের নিয়ম ও বার্ষিক হজযাত্রার পবিত্রতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নিদর্শনও। এ ক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা ও ভবিষ্যতে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বিবৃতিতে বলেছে, হজের উদ্দ্যেশে জারি করা ভিসা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই ভিসা ব্যবহার করে অন্য কোনো কর্মকাণ্ডে জাড়ানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। সময়মতো দেশত্যাগ না করলে আইনি জটিলতা বা ভবিষ্যতে হজ ও ওমরাহ ভিসা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে।

 

এদিকে সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও সমুদ্রবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।

 

এ বিবৃতিতে তারা বলছে, ‘আমরা তীর্থযাত্রীদের জন্য একটি দক্ষ এবং সুশৃঙ্খল প্রস্থান প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কর্মী এবং নিরাপত্তাব্যবস্থা মোতায়েন করেছি, যাতে হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে বিদায় নিশ্চিত করা যায়।

 

প্রতিবেদনে বলা হয়, মদিনায় স্থানীয় কর্তৃপক্ষ প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানাতে সহায়তাকাজ শুরু করেছে। আঞ্চলিক হজ ও পরিদর্শন কমিটির সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবা দল হাজিদের বাসস্থান থেকে বিমানবন্দর পর্যন্ত পরিবহন-সুবিধা প্রদান করছে।

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট