চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

আরব আমিরাতের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ইউএই প্রতিনিধি

১১ এপ্রিল, ২০২৫ | ৩:৫৪ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ানের কাছে বাংলাদেশসহ ১২টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত তাদের পরিচয়পত্র পেশ করেছেন।

 

রাষ্ট্রদূতরা তাদের রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে আমিরাতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও জনগণের অব্যাহত অগ্রগতি-সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবুধাবিতে ইউএই’র প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসর আল ওয়াতানে আয়োজিত অনুষ্ঠানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদে এ পরিচয়পত্র হস্তান্তর করেন।

 

এ সময় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

 

এতে রাষ্ট্রদূত তারেক আহমদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমিরাতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। আমিরাতের রাষ্ট্রপতিও বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। ড. মুহাম্মদ ইউনূসের জন্য শুভ কামনা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট।

 

পরিচয়পত্র পেশকালে আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন যায়েদ আল নাহিয়ান, প্রেসিডেন্সিয়াল কোর্ট ফর স্পেশ্যাল এফেয়ার্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট