চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সৌদিআরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে কাজ করছে সরকার : আসিফ নজরুল

কামাল পারভেজ অভি, সৌদিআরব

২৯ জানুয়ারি, ২০২৫ | ১২:৪৬ অপরাহ্ণ

সৌদি আরবে ডাক্তার, প্রকৌশলী, নার্স এবং টেকনিশিয়ানসহ দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর ব্যাপক সুযোগ রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের এই দেশটিতে দক্ষ কর্মীর চাহিদা পূরণে সরকার কাজ করছে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কোম্পানির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

এসময় সৌদি আরবের ভিশন ২০৩০ এর বিভিন্ন মেগা প্রকল্প- নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া এবং রোশন ছাড়াও ২০২৭ সালে এএফসি এশিয়া কাপ, ২০২৯ সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন উপদেষ্টা।

 

এছাড়া সৌদি রিক্রুটমেন্ট কোম্পানিগুলোর সহযোগিতা কামনা করে তথ্যের অভাব, মার্কেটিং, নেটওয়ার্কিং, ভিসা প্রসেসে দীর্ঘসূত্রতা, ভাষা প্রতিবন্ধকতা এবং বোর্ডিং-পূর্ব প্রশিক্ষণের ঘাটতির মতো চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন আসিফ নজরুল। পাশাপাশি এই সমস্যার সমাধানেরও আশ্বাস দেন তিনি।

 

নিয়মিত শ্রম মেলার আয়োজন করা, সেমিনার এবং কোম্পানি কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে সম্পর্ক জোরদার করার কথা বলেন তিনি।

 

এসময় তিনি বাংলাদেশি কর্মীদের নিয়োগ ও সহায়তার জন্য সৌদি কোম্পানিগুলোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দূতাবাসের ই-ডিমান্ড এটেস্টেশন সিস্টেম উদ্বোধন করেন, এতে সৌদি কোম্পানিগুলো অনলাইনে নিবন্ধন করে দূতাবাসে না গিয়েই কর্মী চাহিদাপত্র সত্যায়িত করতে পারবে।

 

জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সম্ভাব্য বিকল্পগুলো যাচাই করছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট