বাংলাদেশ এবং বাহরাইনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশে চলমান যুব উৎসব উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৫ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ দুতাবাস বাহরাইনের উদ্যোগে প্রথম বারের মতো এ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও মহাপরিচালক রাষ্ট্রদূত শেখ আব্দুল্লাহ বিন আলী আল খলিফা, বাহরাইন শিল্প মন্ত্রনালয়ের দেশীয় ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি শেখ হামাদ বিন সালমান খলিফা, বাহরাইন শ্রমবাজার কর্তৃপক্ষ (LMRA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা নিবরাস মোহাম্মদ তালিব, বাহরাইন প্রতিনিধি পরিষদের সংসদ সদস্য মুহাম্মদ জানাহি, বাহরাইন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আন্তর্জাতিক সংস্থার প্রধান প্রতিনিধি রাষ্ট্রদুত ও কুটনৈতিক কোরের অন্যান্য উচ্চ কর্মকর্তাগণ।
এসময় বাংলাদেশের পর্যটন স্পটগুলোর নিদর্শন সম্বলিত একটি বিশেষ আলোকচিত্র বইয়ের মোরক উন্মোচন করা হয়। বাহরাইন বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনসহ বাংলাদেশের বিভিন্ন চিত্র ও বাংলাদেশি স্টলে সুস্বাদু খাবার প্রদর্শনী করা হয়।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ দূতাবাস বাহরাইন চার্জ দ্য অ্যাফেয়ার্স একেএম মহিউদ্দিন বলেন, এই ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে প্রবাসের মাটিতে নিজ দেশের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার জন্য। এছাড়া উৎসবে আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
৯, ১০, ১১, জানুয়ারি ৩ দিন পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ৯টা লুলু হাইপার মার্কেট ডানা মলে এ ফেস্টিভ্যাল চলবে। এছাড়া সন্ধ্যা ৬:৩০ থেকে থাকছে এক ঘন্টা ব্যাপী মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উৎসবে বাংলাদেশ দুতাবাস বাহরাইন সকলকে আমন্ত্রন জানিয়েছে।
পূর্বকোণ/ইব/পারভেজ