চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আবুধাবির বিগ টিকেটে শত কোটি টাকা জিতেন ভারতীয় মনু মোহনান

জাহাঙ্গীর কবীর বাপপি, ইউএই প্রতিনিধি

৬ জানুয়ারি, ২০২৫ | ১২:৪২ অপরাহ্ণ

গত ৩ জানুয়ারি পর্যন্ত বাহরাইন প্রবাসী ভারতীয় অ্যাম্বুলেন্স নার্স মনু মোহনানের সবচেয়ে বড় উৎকণ্ঠা ছিল কোথা থেকে তিনি তার পুরো পরিবারের বাড়ি যাওয়ার জন্য টিকিটের টাকা জোগাড় করবেন। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিগ টিকিটের ড্র-তে ৩০ মিলিয়ন দিরহাম জেতার পর তার সে স্বপ্ন আর অধরা রইল না।

 

মনু বলেন, যখন বিগ টিকেটের হোস্টরা আমাকে কল করেছিলেন, তখন আমি জানতাম যে কলটি আসল। কারণ আমি এর আগে লাইভ ড্রটি বেশ কয়েকবার দেখেছি, তবে আমি মনের ভেতর থেকে কোন উত্তেজনা বোধ করছিলাম না। আমার শুধু নিজেকে ভাবলেশহীন মনে হচ্ছিল. কারণ আমার মন তখনো বিষয়টা গ্রহণ করতে পারছিল না। আমি খুব কঠিন জীবন কাটিয়েছি। তাই এই ধরনের কোন অপ্রত্যাশিত প্রাপ্তির জন্য প্রস্তুত ছিলাম না।

 

বিগ টিকিটের কল যখন তার কাছে আসে তখন তিনি কাজে। মনু কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকেন। তারপরে তিনি বিগ টিকেটে তার সাথে অংশ নেয়া বাকি ১৬ জন বন্ধুর সাথে ভিডিও কলে সবাইকে সুসংবাদটি দেন। এটা সত্যিই আমাদের জীবনকে একেবারে পাল্টে দেবে। এরা সবাই আমার ভাইয়ের মতো।

 

মনু বলেন, তিনি এবং তার বন্ধুরা পাঁচ বছর ধরে বিগ টিকিটে তাদের ভাগ্য পরীক্ষা করছিলেন। গত বছর এক পর্যায়ে আমরা হতাশায় বিগ টিকিট কেনা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমাদের গ্রুপের একজন আমাদেরকে আবার এটি গ্রহণ করতে চাপ দিলে আমরা প্রায় পাঁচ মাস আগে আবার তা কেনা চালু করি এবং অবশেষে আজ আমরা বিজয়ী হয়ে ছাড়লাম।

 

মনু মোহনান বলেন, প্রথমে তিনি তার মায়ের জন্য কিছু কিনতে চান। আমার বাবা আমার মাকে তালাক দিয়েছিলেন যখন আমি মাত্র এক বছর বয়সী ছিলাম, মা একা আমাকে বড় করতে অনেক সংগ্রাম করেছেন।

 

বিগ টিকেটের এবারের একই ২৭০ সিরিজের সাপ্তাহিক ই-ড্রতে বাংলাদেশি মোহাম্মদ রুবেল ১ মিলিয়ন দিরহাম বা ৩ কোটি ৩৩ লক্ষ টাকা (প্রায়) জিতেছেন। জীবন বদলে দেয়া আবুধাবির যায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিউটি ফ্রির বিগ টিকেটের কূপনের মূল্য ৫০০ দিরহাম। ড্র প্রতি মাসে অনুষ্ঠিত হয়। কূপন অনলাইনে কিংবা আবুধাবি ও আল আইন এয়ারপোর্টের ডিউটি ফ্রির বিগ টিকেট কাউন্টার থেকে কেনা যায়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট