চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পবিত্র কাবার খুব কাছে থেকে পূর্ণিমার চাঁদ

কামাল পারভেজ অভি, সৌদিআরব প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০১৯ | ১২:৪৪ অপরাহ্ণ

সৌদি আরবের মক্কায় মসজিদুল হেরামে গত ২৩ ডিসেম্বর প্রথম প্রহরে পূর্ণিমার চাঁদ দ্বিতীয়বারের মতো একেবারেই পবিত্র কাবাঘরের ওপর নেমে আসতে দেখা যায়।
প্রথমবার কাবা ঘরের ওপর যে চাঁদ দেখা গিয়েছিল তা ছিল একটু দূরে। কিন্তু গত রবিবার চাঁদ তার পূর্ণ আকৃতি সুস্পষ্ট করে কাবা ঘরের ওপর প্রায় ১ ঘণ্টা (৫৮ মিনিট) অবস্থান করে। ২৩ ডিসেম্বর রাত ১২টা ২৮ মিনিটে পবিত্র কাবা ঘরের ওপর চাঁদ স্থির হয়। আর তা কাবা ঘরের ওপর থেকে যখন সরে যায় তখন ঘড়ির কাঁটায় রাত ১টা ৩১ মিনিট।
এভাবে প্রতি বছর কাবা ঘরের ওপর একবারই চাঁদ অবস্থান করে। যা মসজিদে হারামের ডান দিকে দেখা যায়। এভাবে কাবা ঘরের ডান দিকে চাঁদ ওঠাকে অনেকেই সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করেন। যদিও ইসলামে এ ধরনের সৌভাগ্যের বিষয় মনে করার কোনো তথ্য আছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
তবে পবিত্র কাবা ঘরের ওপর পরিপূর্ণ চাঁদের উপস্থিত বায়তুল্লায় অবস্থানকারী দর্শনার্থী ও ওমরাকারীদের হৃদয়কে আকৃষ্ট করেছে।
খুব কাছ থেকে তারা অবলোকন করেছেন সে দৃশ্য।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট