চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

বন্ধ হচ্ছে সৌদি আরবে কোয়ারেন্টিন খরচে ভর্তুকি

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২১ | ৪:৫৮ অপরাহ্ণ

সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচের ওপর ভর্তুকি দেওয়ার আবেদন বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ২০ আগস্ট থেকে আবেদন গ্রহণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের একজন উর্ধ্বতন কর্মকর্তা।

জানা গেছে, ১৯ আগস্ট বোর্ডের মহাপরিচালক সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে একটি চিঠি দিয়ে স্থগিত রাখার নির্দেশনা দেয়। চিঠিতে উল্লেখ করা হয়, কোভিড ১৯ এর মহামারির কারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক সৌদি আরবগামী কর্মীদের কোয়ারেন্টিন খরচ বাবদ চলমান আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমটি আগামী ২০ আগস্ট থেকে নির্দেশক্রমে স্থগিত করা হলো।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট