চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

অভিবাসীদের পছন্দের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট, ২০২১ | ৩:১৭ অপরাহ্ণ

সম্প্রতি আমেরিকান ইমিগ্রেশন পলিসি ইনস্টিটিউট অভিবাসীদের পছন্দের ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকায় বলা হয়েছে, প্রতিবছর লাখ লাখ অভিবাসী উন্নত জীবনের আশায় পাড়ি জমান উন্নত দেশগুলোতে। নিশ্চিন্তে বসবাসের জন্য মূলত ধনী দেশগুলোকেই বেছে নেন তারা।
১৯৬০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে আমেরিকান ইনস্টিটিউট জানায়, অভিবাসীরা নিশ্চিত কাজের সুযোগ এবং বসবাসের জন্য ঝুঁকি নিয়ে যেসব দেশে পাড়ি জমান তার মধ্যে প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র। মুসলিম বিশ্বের মধ্যে এই দেশের তালিকায় প্রথমে রয়েছে সৌদি আরবের নাম। আর বিশ্বের শীর্ষ ১০ দেশের মধ্যে তাদের অবস্থান তৃতীয়।
আরব বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আর বিশ্বব্যাপী তাদের অবস্থান ছয়ে।

আমেরিকান ইমিগ্রেশন পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসী শ্রমিকরা নিরাপত্তা, রাজনীতি, অর্থনৈতিক এবং সামজিক, জীবনমান, উচ্চ বেতন, জীবনযাপন ব্যয়, স্বাধীনভাবে চলাফেরা এবং যোগাযোগ ব্যবস্থার ওপর ভিত্তি করে গন্তব্য নির্ধারণ করে থাকেন।

অভিবসীদের পছন্দের শীর্ষ ১০টি দেশ
১. যুক্তরাষ্ট্র
২. জার্মানি
৩. সৌদি আরব
৪. রাশিয়া
৫. ব্রিটেন
৬. সংযুক্ত আরব আমিরাত
৭. ফ্রান্স
৮. কানাডা
৯. অস্ট্রেলিয়া
১০. স্পেন
সূত্র : গালফ নিউজ

 

পূর্বকোণ/এএ

শেয়ার করুন