নগরীর চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই) অনুষদ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় উদ্ভাবনী সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচিত হলো।
এই অংশীদারিত্বের আওতায় বিডিওএসএন সিআইইউ-এর ছাত্রছাত্রীদের রোবোটিক্স বিষয়ে প্রশিক্ষণ দেবে, যারা পরবর্তীতে চট্টগ্রাম ও আশেপাশের অঞ্চলের উদ্ভাবনী তরুণদের জন্য মেন্টর হিসেবে কাজ করবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড – বাংলাদেশ (ডব্লিউআরওবিডি) আয়োজনের মাধ্যমে রোবোটিক্স ও ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি করা।
সিআইইউ’র ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষে অনুষদের ডিন প্রফেসর ড. আসিফ ইকবাল এবং বিডিওএসএনের পক্ষে মাহেরুল আজম স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিডিওএসএনের পক্ষ থেকে সিআইইউকে একটি রোবোটিক্স কিট উপহার দেওয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিআইইউর উপাচার্য প্রফেসর ড. এম. এম. নুরুল আবসার, বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. সৈয়দ মনজুর কাদের, লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স স্কুলের সহকারী ডিন শারমিন রড্রিগস, রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, ইঞ্জিনিয়ারিং অনুষদের ফ্যাকাল্টি ড. রুবেল সেন গুপ্ত, ড. মো. সাজ্জাতুল ইসলাম, আতিকুর রহমান, হাবিবুর রহমান, সামিয়া মুনতাহা, আয়মান ইক্তিদার, সহকারী রেজিস্ট্রার রুমা দাশ প্রমুখ। অনলাইন মাধ্যমে যুক্ত ছিলেন ফ্যাকাল্টি রাইসুল ইসলাম রাসেল এবং বিডিওএসএনের প্রেসিডেন্ট মুনির হাসান।
পূর্বকোণ/জেইউ