চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সিআইইউ লংকাবাংলা চুক্তি সই

অনলাইন ডেস্ক

১২ নভেম্বর, ২০২৩ | ৬:০৪ অপরাহ্ণ

পুঁজিবাজারে নিজেকে মেলে ধরতে চাই হাতে কলমে শেখা বিনিয়োগের অভিজ্ঞতা। কিন্তু প্রচলিত ক্লাসরুমের পড়া আমাদের শিক্ষার্থীদের সেই অভিজ্ঞতার সঙ্গে কতটুকু পরিচয় ঘটাচ্ছে?

 

 

নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে শিল্পভিত্তিক ব্যক্তিত্বের মনোভাব সৃষ্টির লক্ষ্য নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। এই কার্যক্রমের আওতায় সিআইইউতে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সিআইইউর পক্ষে বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের এবং লংকাবাংলা সিকিউরিটিজের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার খন্দকার সাফ্ফাত রেজা চুক্তিতে স্বাক্ষর করেন।

 

 

অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী ছাড়াও বিজনেস স্কুলের (অনুষদের) ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, ড. ইমন কল্যাণ চৌধুরী, সহকারি রেজিস্ট্রার রুমা দাশ, লংকাবাংলা সিকিউরিটিজের চট্টগ্রাম রিজিয়নের প্রধান আমির হোসেনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

চুক্তি স্বাক্ষরের বিষয়ে সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের বলেন, শেয়ার বাজার নিয়ে তরুণদের আগ্রহের কমতি নেই। কিন্তু এই বাজারে বিনিয়োগের ধরন এবং চ্যালেঞ্জগুলোর বিষয়ে ব্যবহারিক কোনো জ্ঞান না থাকায় অনেকেই পিছিয়ে পড়েন। সিআইইউর শিক্ষার্থীদের শিল্প-শিক্ষার অভিজ্ঞতার মধ্য দিয়ে আগামী দিনে আরও দক্ষ করে গড়ে তুলতেই আমরা এই ধরনের ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।

 

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট