চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

যৌতুকপ্রথা বন্ধে চাই বলিষ্ঠ সামাজিক আন্দোলন

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩৯ পূর্বাহ্ণ

যৌতুক প্রথা সমাজের অন্যতম একটি সমস্যা। যৌতুক প্রথার সমস্যাটি তো আজও দূর হয়নি; বরং শাখা-প্রশাখা ছড়িয়ে এক বিষবৃক্ষের রূপ নিয়েছে। সংবাদপত্র খুললেই চোখে পড়ে বিবাহিতা তরুণীর অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু। যৌতুক একটি ঘৃণ্যতম প্রথা হলেও আমাদের সমাজে তা থেকে মুক্ত নয়। নৈতিক চরিত্রের অবক্ষয় ছাড়া যৌতুক আদান-প্রদানের প্রকৃত ও সুনিদিষ্ট কারণ নেই। লোভ মানুষ ও সমাজকে কলুষিত করে। ধনীদের জন্য যৌতুক এক ধরনের বিলাসিতা হলে ও দরিদ্র পিতার জন্য এটি একটি অভিশাপ। তা বর্তমান সমাজে মহামারি আকার ধারণ করেছে। যৌতুকের অর্থ জোগাড় না হলে কন্যা বিয়ে ভেঙে যায়। ফলে অসংখ্য পিতা গলায় দড়ি বা বিষ পানে আত্মহত্যা করছে। আবার কত মেয়ে বেছে নিচ্ছে আত্মহননের পথ।

যৌতুক একটি সামাজিক ব্যাধি, একটি অসামাজিক নিষ্ঠুর প্রথা, এটা আজ সুধীমহল অনুভব করতে পেরেছে। নারীরা আজ আর অবলা নয়, তারা সম্মান ও শ্রদ্ধার পাত্র। শিক্ষা-সংস্কৃতি, জ্ঞানে গুণে তারা অনেক দূর অগ্রসর হয়েছে। সুতরাং আর যাতে নারীরা নির্যাতিত না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। তাই যৌতুক প্রথা বিলোপ সাধনের জন্য কঠোর আইন করে তা বাস্তবায়ন করতে হবে । এ প্রসঙ্গে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে।

মুহাম্মদ ফখরুল ইসলাম খাঁন
শিক্ষাথী, ফালাহিয়া মাদরাসা, ফেনী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট