চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

সর্বশেষ:

ফুটপাথে হাঁটার অধিকার চাই

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩৯ পূর্বাহ্ণ

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমাদের জন্য এটি বড় পাওয়া। বর্তমান সরকারের আমলে চারিদিকে দৃশ্যমান উন্নয়ন পরিলক্ষিত। কিন্তু আমরা উন্নয়নকে কিভাবে সংরক্ষণ করছি! সাধারণ জনগণের মধ্যেও তার অভাব। ওভার ব্রিজ দিয়ে শুরু করি। দেশের বিভিন্ন শহরে এখন প্রচুর ওভারব্রিজ হয়েছে। কিন্তু সুরক্ষা কতটুকু! ওভার ব্রিজের পানি নিষ্কাশন ব্যবস্থা প্লাস্টিক বর্জ্যে ভর্তি হয়ে গেছে, যার ফলশ্রুতিতে বৃষ্টিতে পানি জমে যায়। ব্রিজের নিচে এবং উপরে বাতিগুলি নষ্ট অথবা চুরি হয়ে যায়। যার কারণে রাতের বেলায় দুর্ঘটনা ও ছিনতাইয়ের কবলে পড়তে হয়। ব্রিজের নিচের জায়গাগুলো প্রভাবশালী ব্যবসায়ীরা ইট, বালি, সিমেন্ট, কাঠ ও অন্যান্য পণ্যসামগ্রীর স্টোর বানিয়ে রেখেছে। রাস্তা প্রশস্ত করা হয়েছে অথচ প্রশস্ত রাস্তায় গাড়ি পার্কিং।

পথচারীদের জন্য ফুটপাত বানানো হয়েছে অথচ সেই ফুটপাত হকারদের দখলে। নদী দখলমুক্ত করা হচ্ছে অথচ পুনরায় বেদখল হচ্ছে। নতুন নতুন বাইপাস সড়ক হচ্ছে কিন্তু দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। গ্রামে গঞ্জে অনেক ব্রিজ-কালভার্ট নির্মিত হয়েছে অথচ সংযোগ রাস্তার অভাবে সেতুগুলো অকেজো পড়ে রয়েছে। দোকানদারদের সামনের রাস্তা তাদের দখলের কারণে পথচারীরা হাঁটতে পারে না। যার ফলশ্রুতিতে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সাধারণ জনগণকে। সরকারকে যেমন এ বিষয়ে আলাদা নজর দিতে হবে ঠিক তেমনি সাধারণ জনগণকে বুঝতে হবে এগুলো আমাদের সম্পদ। প্রশাসন এবং সাধারণ জনগণ সবার দেশের প্রতি ভালোবাসা, মমত্ববোধ এবং সর্বোপরি দেশপ্রেম জাগ্রত না হলে উন্নয়নের সুফল কাজে আসবে না। তাই যেকোন উন্নয়নের সাথে সুরক্ষার ব্যবস্থা অবশ্যই জরুরি।

শ্রীধর দত্ত
মেলঘর, পটিয়া, চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট