চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ আব্দুন নূরের ইন্তেকাল

অনলাইন ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২৬ | ১০:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম আদালতের যুগ্ম মহানগর দায়রা জজ মুহাম্মদ আব্দুন নূর (লিটন) ইন্তেকাল করেছেন । তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।

 

পারিবারিক সূত্র ও সহকর্মীদের কাছ থেকে জানা যায়, তিনি কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি পরপারে পাড়ি জমান।

 

মরহুম মুহাম্মদ আব্দুন নূর নর্দান ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র (১০ম ব্যাচ)। কর্মজীবনে তিনি মানিকগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এবং সর্বশেষ যুগ্ম মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্বে ছিলেন।

 

আজ দুপুর ২টার পর ধামরাইয়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় । তাঁর মৃত্যুতে আজ চট্টগ্রামের জেলা ও মহানগরের সকল আদালত দুপুর ১২টা পর বিচারিক কার্যক্রম পরিচালনা বন্ধ করা হয়।

 

বিচার বিভাগ, আইনজীবী সমাজ এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট