
শাহ আমানত বিমানবন্দরে ৩২৬ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাত ৮ টা ২০ মিনিটে দুবাই থেকে আসা ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইট (বিএস ৩৪৪) এর একজন যাত্রী মো. রকিবুল ইসলামের কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ পিস নিষিদ্ধ ক্রিমও জব্দ করা হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। যার আনুমানিক মূল্য ১১ লক্ষাধিক টাকা।
পূর্বকোণ/আরআর/পারভেজ