
চট্টগ্রাম-কক্সবাজার সড়ক বর্তমানে ভয়াবহ মৃত্যুফাঁদ ও আতঙ্কের নাম। প্রতিদিন এ সড়কে দুর্ঘটনা ঘটছে। অথচ এটি দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক। তাই দ্রুত সময়ে মধ্যে এ সড়ককে ছয় লেনে উন্নীত করা জরুরি।
চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেন করার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নামে মহাসড়ক হলেও এটি দুই লেনের আঞ্চলিক সড়ক। ১৪৮ কিলোমিটারের এ সড়কটি বেশিরভাগ জায়গায় ১৮ থেকে ২২ ফুট প্রশস্ত। অপ্রশস্ত, বিভাজক না থাকা ও ঝুঁকিপূর্ণ বাঁকের কারণে দুর্ঘটনা ঘটছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের তথ্য অনুযায়ী দুর্ঘটনার মরণফাঁদ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া দুই কিলোমিটারের মধ্যে বিগত এক বছরে ৮৬টি দুর্ঘটনায় ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে প্রায় শতাধিক। চুনতি, জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ দুর্ঘটনার পর অন্তর্বর্তীকালীন সরকারের দুজন উপদেষ্টা দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করে শীঘ্রই এ সড়ককে চারলেন অথবা ছয়লেনে উন্নীত করার ঘোষণা দিলেও তা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোহাম্মদ ফারুক, ইব্রাহীম ফারুক সিদ্দিকী, হোসাইন মোহাম্মদ মাসুম, আবু উবাইদা, মোহাম্মদ রাসেল ও শহীদুল ইসলাম।
পূর্বকোণ/ইবনুর