
চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী প্রাক্তন ছাত্র-ছাত্রী সমাবেশ ও পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করার শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫ ইংরেজি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
যেসব প্রাক্তন শিক্ষার্থী, চিকিৎসক, শিক্ষকবৃন্দ দেশে এবং দেশের বাহিরে আছেন এবং এখনও রেজিস্ট্রেশন করেননি, তাদেরকে www.cmcian.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক (ডা.) এস এম তারেক ও সাধারণ সম্পাদক ডা. আশরাফুল কবির ভূঁইয়া। -বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ