চট্টগ্রাম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম নগরীতে অপরাধ দমনে সকলের সহযোগিতা দরকার : সিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ  বলেছেন, কোন অপরাধীর জায়গা চট্টগ্রাম নগরীতে হবে না। অপরাধ দমনে সকলের সহযোগিতা দরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে  সিএমপি  পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিটিজেনস্ ফোরামের মহানগর কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আলোচনা সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন।

 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন)  মো. আশফিকুুজ্জামান আকতার, সিটজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান পৃষ্ঠপোষক দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক মো. আব্দুল মালেক ও আহ্বায়ক মোহাম্মদ মশিউল আলম স্বপনসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিটিজেনস্ ফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যবৃন্দ।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট