চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আগামী নির্বাচন কালো টাকা ও দলীয় প্রভাবমুক্ত চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪ | ১১:০০ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের পরেই পরবর্তী নির্বাচন আয়োজনের কথা বলেছেন। এই সংস্কার করতে তারা ছয়টি কমিশনও গঠন করেছেন। সেখানে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কারে। আমরা চাই আগামী নির্বাচন যেন শতভাগ কালো টাকা এবং দলীয় প্রভাব মুক্ত একটি নির্বাচন হয়, এই কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

 

রবিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক জাহিদুল আলম জয় প্রমুখ।

 

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৫ আগস্টের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত রহমত এবং আমাদের নেতাকর্মীসহ দেশের মানুষের ত্যাগ ও কুরবানীর ফসল। তাই আমাদের বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় এবং জনকল্যাণে কাজ করতে হবে, কুরআন-সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন সাজাতে হবে। আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা শহীদ পরিবার এবং পঙ্গুত্ব বরণ করা ভাইদের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি, সবসময় তাদের খোঁজখবর রাখতে হবে।

 

তিনি বলেন, গত সাড়ে ১৫ বছর মানুষকে প্রতি পদে পদে জুলুম করা হয়েছে, হক কথা বলতে বাধা দেয়া হয়েছে। সেজন্য ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর আপামর জনসাধারণ এটিকে দেশের দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করেছে। এখন সত্যিকারভাবে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আমাদের কাজ করতে হবে, ব্যাপক দাওয়াতী কাজের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট