চট্টগ্রাম মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ক্যান্সারের যন্ত্রণা থেকে মুক্তি পেতে মুক্তিযোদ্ধার ‘আত্মহনন’

অনলাইন ডেস্ক

২২ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪৮ অপরাহ্ণ

ডবলমুরিং থানার আগ্রাবাদে ‘চিরকুট লিখে’ ক্যান্সার আক্রান্ত এক মুক্তিযোদ্ধা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার বিকেলে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদারের (৭০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।

 

তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে পরিবার থেকে জানানো হয়েছে। পুলিশ জানতে পেরেছে, বাসায় তিনি ছাড়াও ছেলে, ছেলের বৌ থাকতেন। আজকে তারা দাওয়াতে গিয়েছিলেন। সে সময় তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধারের সময় সেখানে একটি চিরকুট পাওয়া গেছে। অসুখের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে লিখে গেছেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট