চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পাঁচলাইশে ১২ হাজার ইয়াবা ও আড়াই লাখ টাকাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৪ | ৪:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে ১২ হাজার ইয়াবা ও আড়াই লাখ টাকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো- আমিন ব্যাপারী (৫০) ও উজ্জ্বল চৌধুরী (৪৯)।

সোমবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টায় বাদুরতলা বড় গ্যারেজ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত পৌনে ১০টায় বাদুরতলা এলাকার একটি ফ্ল্যাট থেকে ১২ হাজার ইয়াবা ও আড়াই লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট