চট্টগ্রাম বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

৪ মাসে প্রবৃদ্ধি ছাড়িয়েছে ৭%

ছাত্র আন্দোলন ও বন্যার মধ্যেও ১৬শ কোটি টাকার ­­ বেশি রাজস্ব আদায়

সারোয়ার আহমদ

৯ নভেম্বর, ২০২৪ | ১১:৩৮ পূর্বাহ্ণ

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের শুরুতে জুলাই মাসেই শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। যা পরে আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রুপ নিয়ে রাজনৈতিক পট পরিবর্তন ঘটায়। দেশের এই অস্থির সময়ের মধ্যেও চট্টগ্রাম কাস্টম হাউজে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই টু অক্টোবর) রাজস্ব আদায় হয়েছে ২৪ হাজার ২২২ কোটি ৭২ লাখ টাকা। এতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭%এরও বেশি।

 

গত ২০২৩-২০২৪ অর্থবছরের একই সময়ে রাজস্ব আয় ছিল ২২ হাজার ৫৬১ কোটি ১৭ লাখ টাকা। অর্থাৎ স্বাভাবিক সময়ে গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে ছাত্র-জনতার আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যেও ১ হাজার ৬৬১ কোটি ৫৫ লাখ টাকা বেশি আদায় হয়েছে। ফলে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ।

 

এদিকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়ের চিত্র বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধিতে এগিয়ে থাকলেও চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসের লক্ষ্যমাত্রার তুলনায় আশানুরূপ রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই টু অক্টোবর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৬৩৯ কোটি ৮৬ লাখ টাকা। কিন্তু এই চার মাসে রাজস্ব আহরণ হয়েছে ২৪ হাজার ২২২ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে ঘাটতি রয়েছে ২ হাজার ৪১৭ কোটি ১৪ লাখ টাকা।

 

এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম পূর্বকোণকে বলেন, গত কয়েক বছর ধরে দেশে ডলার সংকটের কারণে অনেক আমদানিকারক পণ্য আমদানি করতে পারেনি। তবে চলতি অর্থবছরের শুরু থেকে তা অনেকটা কাটিয়ে উঠতে শুরু করেছে। ফলে পণ্য আমদানি বেড়েছে এবং চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আয়ও গত অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় বেড়েছে।

 

তিনি আরো বলেন, চলতি অর্থবছর শুরুর সাথে সাথে দেশে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়, যার শেষ পরিনতি হয় রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে। এর ভেতরেও আমদানি-রপ্তানি চলতে থাকে। কিন্তু হঠাৎ দেখা দেয় প্রকৃতিক দুর্যোগ। বন্যার কারণে পণ্য পরিবহনে ব্যাপক বেগ পোহাতে হয়। যার কারণে চার মাসের লক্ষমাত্রা অর্জন সম্ভব হয়নি। তবে যতটুকু রাজস্ব আয় হয়েছে তা গত অর্থবছরকেও ছাড়িয়ে গেছে।

 

উল্লেখ্য, চলতি ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩ হাজার ৪৩২ কোটি টাকা। এরমধ্যে অর্থবছরের এক তৃতীয়াংশ সময় (জুলাই টু অক্টোবর) শেষে আহরণ হয়েছে ২৪ হাজার ২২২ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা অনুযায়ী চট্টগ্রাম কাস্টমস হাউসকে আগামী ৮ মাসে আরো ৫৯ হাজার ২০৯ কোটি ২৮ লাখ টাকা রাজস্ব আদায় করতে হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট