মানবিক সংগঠন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবী মোহাম্মদ জোবাইদুর রশীদ হানিফ (২৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। দুরারোগ্য ব্যাধি ক্যানসার ও কিডনি জটিলতায় সপ্তাহব্যাপী লাইফসাপোর্টে থাকার পর রবিবার (৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হানিফ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী মিয়াজান চৌধুরী বাড়ির হারুনুর রশিদের ছেলে। বিদ্যানন্দের সম্মুখসারির স্বেচ্ছাসেবী হয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্যোগে মানুষের বিপদে প্রত্যক্ষভাবে সেবা দিয়ে আসছিলেন। সর্বশেষ ফেনীর বন্যাতেও তিনি দুর্গতদের উদ্ধার করেছেন, ত্রাণ বিতরণ করেছেন।
তার সম্পর্কে বিদ্যানন্দের গভর্নিং বডির পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, কাজের প্রতি ডেডিকেশন, একাগ্রতা ও মানবসেবার তীব্র বাসনা- এসব বিবেচনা করে র্যাঙ্কিং করলে হানিফ বিদ্যানন্দের সেরা স্বেচ্ছাসেবীদের একজন। তাকে হারানোটা বিদ্যানন্দ পরিবার ও দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
হানিফ চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদে বিদ্যানন্দ প্রকাশনীর মুখপাত্র ছিলেন। তার নেতৃত্বে এবার একুশে বইমেলায় বিদ্যানন্দ প্রকাশনীর স্টল দ্বিতীয় স্থান অর্জন করে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবু, চট্টগ্রাম চেম্বারের পরিচালক জহিরুল ইসলাম আলমগীর প্রমুখ।
পূর্বকোণ/মাহমুদ