চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে টাকা-সরঞ্জামসহ ১৭ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২৪ | ১০:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হালিশহরের সবুজবাগ এলাকা থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৭ জুয়াড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ ১ হাজার ৬৮০ টাকা এবং ৫২ কার্ড বিশিষ্ট চার বান্ডেল তাস উদ্ধার করা হয়।

 

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে সবুজবাগের তাহেরের রিকশার গ্যারেজের ভিতর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হল- মো. ফারুক (৪৫), মো. কামরুল ইসলাম বিপুল (৩৪), মো. আকাশ (২৫), মো. আলমগীর (৪০), মো. সিরাজুল ইসলাম (৩৮), মো. শাখাওয়াত হোসেন (৩২), মো. রিপন (৩১), আজিজুল হক (৩০), মো. তাইদুল ইসলাম (৪২), মো. নয়ন (২৮), মো. রিপন (৩১), মো. সোহেল (৩১), মো. কাইয়ুম (৩০), আনিসুল হক (৪৬), মো. আতর আলী (৪০), মো. আরিফ হোসেন (৩১) ও মো. জিয়া (৩৭)।

 

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আটকদের প্রকাশ্য স্থানে জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার করা হয়। উক্ত ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট