চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস ওএসডি, নয়া সিভিল সার্জন জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরীকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে মুন্সীগঞ্জের শ্রীনগরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সহকারী পরিচালক হিসেবে সংযুক্ত করা হয়েছে। আর নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মুন্সীগঞ্জের শ্রীনগরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সহকারী পরিচালক ডা. জাহাঙ্গীর আলমকে। 

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেয়া হয়। একই আদেশে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ডা. ইফতেখার আহম্মদকে বদলি করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেসের উপপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট