চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের রাস্তায় পাওয়া গেল কোটি টাকা দামের ল্যান্ড রোভার

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরে রাস্তায় ৪ দিন ধরে পড়ে থাকা কোটি টাকার ল্যান্ড রোভার গাড়িটি অবশেষে জব্দ করে হেফাজতে নিয়েছে খুলশী থানা পুলিশ।মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাড়িটি নগরের ওয়াসা মোড়ের কুটুমবাড়ি রেস্তোরাঁর পার্কিং থেকে গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।

 

জানা যায়, গত শুক্রবার রাতে গাড়িটি কে বা কারা রাতের অন্ধকারে কুটুমবাড়ি রেস্তোরাঁর পার্কিংয়ে রেখে চলে যায়। এরপর থেকে গাড়িটির খোঁজ নিতে কেউ আসেনি। পরে এভাবে পড়ে থাকতে দেখে খুলশী থানা পুলিশকে খবর দেয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এরপর পুলিশ সরেজমিন পরিদর্শনে আসে ঘটনাস্থলে।

 

খুলশীর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে টিম পাঠিয়ে ফেলে যাওয়া গাড়িটি আমরা জব্দ করে থানায় নিয়ে এসেছি। গাড়িটির মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট