চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নগরে কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

বন্যাদুর্গতদের পাশে জন্মাষ্টমী পরিষদ, হচ্ছে না শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২৪ | ৭:১৬ অপরাহ্ণ

জন্মাষ্টমী উপলক্ষে কাল সোমবার নগরে শোভাযাত্রা হবে না। বর্ণাঢ্য মহাশোভাযাত্রাসহ উৎসবের ব্যয় সীমিত করে বন্যাদুর্গতদের মাঝে ৫ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

 

জন্মাষ্টমী উপলক্ষে শনিবার নগরীর রহমতগঞ্জ পরিষদের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এসময় সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, শারদীয় দুর্গোৎসবে ৩ দিনের ছুটিসহ ১০ দফা দাবি জানিয়েছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৬ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত চারদিনব্যাপী শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী উৎসব সারাদেশব্যাপী উদযাপিত হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে জেএমসেন হলে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় বস্ত্র বিতরণ, রক্তদান, অনাথ ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, গীতাপাঠ, সন্ধ্যারতি, জন্মাষ্টমী পূজা ও ভোগ, দেশ ও জাতির কল্যাণে সমবেত প্রার্থনা করা হবে।

 

তিনি বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী দেশের বিভিন্নস্থানে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা ও তাদের বাড়ি-ঘর, মঠ-মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সনাতনী সম্প্রদায় উদ্বিগ্ন।

 

পরিষদের পক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এড. তপন কান্তি দাশ, এড চন্দন তালুকদার, বিমল কান্তি দে, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী, চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, গদাধর দাস ব্রহ্মচারী, মুকন্দ ভক্তিদাস ব্রহ্মচারী, রাস বিহারী কৃষ্ণ চন্দ্র দাশ, লায়ন দুলাল চন্দ্র দে, চন্দন দাশ, কৃষ্ণ কান্তি দত্ত, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, ডা. বিধান মিত্র, লায়ন শংকর সেনগুপ্ত, বাবুল ঘোষ বাবুন, শিবু প্রসাদ দত্ত, এড. সলিল কান্তি গুহ, প্রকৌশলী সুভাষ গুহ প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট