বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে রাঙামাটির কাপ্তাই লেকের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পানি বেড়ে যাওয়ায় ৫টি ইউনিটে ২৪ ঘণ্টায় ২১৫-২১৬ মেগাওয়াট উৎপাদন হচ্ছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহেরের জানান, শনিবার দুপুর পর্যন্ত কাপ্তাই লেকে পানি আছে ১০৭.৬৩ ফুট এমএসএল (মিন সি লেভেল)। যদি সন্ধ্যা নাগাদ ১০৮ ফুট মীন সি লেভেলের কাছাকাছি বা ক্রস করে তাহলে সন্ধ্যায় কাপ্তাই স্পিল ওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।
বিদ্যুৎ কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, কাপ্তাই লেকে ১০৮ ফুট এমএসএলে পৌঁছালে বিপদসীমা হিসেবে ধরে নেওয়া হয়। এই পরিমাপে পৌঁছালে ছাড়া হতে পারে কাপ্তাই লেকের পানি।
বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমানে লেকে রুলকার্ভ অনুযায়ী প্রয়োজনের চেয়ে পানি বেশি আছে, ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
তবে ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
পূর্বকোণ/পিআর/এএইচ