চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

‘মানবতাবিরোধী অপরাধের কারণে আ. লীগকে নিষিদ্ধ করতে হবে’

বিজ্ঞপ্তি

২১ আগস্ট, ২০২৪ | ৯:৪৬ অপরাহ্ণ

শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ তার সকল অঙ্গ সংগঠনকে জঙ্গি স্বীকৃতি দিয়ে ও মানবতাবিরোধী অপরাধের কারণে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

 

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় নগরীর চকবাজার কিশলয় ক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়া স্বৈরাচারী হাসিনার অবৈধ প্রজ্ঞাপন অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সাধারণ ছাত্র-জনতার উপর নির্বিচারে অবৈধ অস্ত্র ব্যবহার করে যারা ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে সেই আওয়ামী লীগকে জঙ্গি স্বীকৃতি দিয়ে ও মানবতাবিরোধী অপরাধের কারণে নিষিদ্ধ করতে হবে। তাদেরকে নিষিদ্ধ করা হলে নতুন বাংলাদেশ বিনির্মাণের সকল জঞ্জাল দূর হয়ে যাবে।

 

চকবাজার থানা জামায়াতে ইসলামীর আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার, মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম প্রমুখ।

 

মাওলানা মুহাম্মদ শাহজাহান আরও বলেন, বাংলাদেশের মানুষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চায়। নির্বাচন দিতে হলে আগে অবৈধ হাসিনা সরকারের সকল জঞ্জাল সরিয়ে ফেলতে হবে। দেশে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। বিচারকের নামে ছাত্রলীগের ক্যাডার বসিয়ে দেয়া হয়েছিল। রাষ্ট্র পরিচালনার সকল প্রতিষ্ঠানকে দলীয় ও মাস্তানিকরণ করে ধ্বংস করে দেয়া হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এসব সংস্কারের কাজ শুরু করতে হবে।

 

তিনি আরও বলেন, ছাত্রজনতা সবসময় অন্তর্বর্তী সরকারকে সাহায্য করে যাচ্ছে। তারা এরই মধ্যে হাসিনা সরকারের প্রেতাত্মাদের অনেক পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। দেশের জনগণ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে।

 

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশে বিভিন্ন সময় যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তার অধিকাংশই করেছে আওয়ামী লীগ সরকার। যা বিভিন্ন তদন্তে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। 

 

তিনি আরও বলেন, আমরা ২০২৪ সালে যে বিজয় পেয়েছি তার সমস্ত কৃতিত্ব হচ্ছে মহান রব্বুল আলামীনের। আল্লাহর সাহায্য না থাকলে আমাদের কোন ত্যাগ তিতিক্ষা এই বিজয় আনতে পারত না। স্বৈরাচার হাসিনাকে বিদায় করতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ, কওমি থেকে আলিয়া, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা ভূমিকা পালন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। সরকারি বেসরকারি কোন সংস্থায় মৃতের নির্দিষ্ট সংখ্যা নির্ণয় করতে পারেনি। আহত হয়েছে পঙ্গুত্ব বরণও করতে হয়েছে অনেককে। আমরা সেই সকল যোদ্ধাদের বীরোচিত অভিনন্দন জানাচ্ছি।

 

তিনি বলেন, জুলুমবাজ হাসিনা সরকারের পেটোয়া বাহিনীর চরিত্র এতবেশি জঘন্য হয়েছিল তারা মানুষ মেরে লাশ নদীর পানিতে ভাসিয়ে দিয়েছিল। সাধারণ ছাত্র জনতাকে মেরে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেয়া হয়েছে।

 

প্রধান বক্তার বক্তব্যে মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেন, পাক বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতার জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। যুদ্ধ করেছে কৃষক শ্রমিক মজুরেরা। আর শেখ মুজিব ১৯৭২ সালে দেশে এসে ৭৫ সালে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছেন। জনগণের ভোট নিয়ে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় আসতে পারেনি। কারণ সেটি ইসলাম বিরোধী দল।

 

তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর আমাদের উপর আওয়ামী লীগ অমানবিক জুলুম অত্যাচার চালিয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাসহ তার সকল দোসরদেরকে বিচারের মাধ্যমে ফাঁসি দণ্ডে দণ্ডিত করতে হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট