চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ডিএনএ টেস্ট করে নেতা নির্বাচন করা হবে : মীর নাছির

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৪ | ১০:৫৮ অপরাহ্ণ

ভবিষ্যতে ডিএনএ টেস্ট করে দলের নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এভাবে দলকে শক্তিশালী করা হলে আগামী ৫০ বছরেও কেউ বিএনপির কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।

গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘দলের নেতা নির্বাচনে ডিএনএ টেস্ট করতে হবে। ছাত্রদল থেকে আমরা নেতৃত্ব নেব। ডিএনএ টেস্ট করে নেতা নেওয়া না হলে কী হয়? তখন আমি মীর নাসির জেলে গেলে আমাকে কনডেম সেলে রাখা হয়, আর অন্যরা গেলে তারা কোরমা-পোলাও খায়। তারা কারা আর আমি কারা? আমার নেত্রী বেগম খালেদা জিয়া কঠিন দুঃসময়ে এ দলের নেতৃত্ব নিয়েছিলেন। সেই বয়সে তিনি যে লোড নিয়েছিলেন, তার জন্য আজ বিএনপি এ পর্যায়ে এসেছে।’

‘আবারও বলছি- ডিএনএ টেস্ট করে আমরা নেতা নির্বাচন করব। লাল গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় হ্যাট পরে নেতা হওয়া যাবে না। নেতা হতে হলে অনেক কষ্ট করতে হবে।’

যুবদল নেতাদের উদ্দেশে মীর নাছির বলেন, ‘যুবদলের নেতাদের বলব, দলটির ৯০ শতাংশ নেতা আমার হাতে গড়া। আমি তাদের বকা দিয়েছি, শাসন করেছি, আবার আদর করেছি। এভাবে আমি তাদের গড়ে তুলেছি বলে তারা কেউ আমাকে ছেড়ে যায়নি। আমি তাদের বলব, বাই দিজ টাইম তোমরা একটা তালিকা তৈরি কর, কারা তোমাদের আর কারা ওদের?’

‘ওদের মানে আওয়ামী লীগের প্রেতাত্মা। ওদের কোনোভাবেই আমাদের ভেতরে আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ শুরু করি, ইনশল্লাহ ৫০ বছর বিএনপিকে কেউ ক্ষমতাচ্যুত করতে পারবে না, দুনিয়ায় এমন কোনো শক্তি নেই। কারণ, এ দল শহিদ জিয়ার দল, বাংলাদেশি জাতীয়তাবাদ আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের দল।’

নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন প্রমুখ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট