বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ (মঙ্গলবার) চট্টগ্রাম আসছেন। তার একান্ত সচিব মোহাম্মদ সেলিম দৈনিক পূর্বকোণকে বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রাম বিমান বন্দরে পৌঁছার কথা রয়েছে। এরপর তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন। সেখান থেকে তিনি কয়েকটি মন্দির পরিদর্শন করবেন। বিকাল ৩টায় নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করবেন।’
এদিকে বিএনপির মতবিনিময় সভায় সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।
পূর্বকোণ/এসএ