চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ইন্ডিপেনডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ’র পিতার ইন্তেকাল

বিজ্ঞপ্তি

৬ আগস্ট, ২০২৪ | ৯:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাজী খাইরুল সারেং বাড়ি নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ মাহবুবুল আলম আর নেই।

 

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মাহবুবুল আলম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ মাহবুবুল আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেনডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ’র বাবা।

 

মঙ্গলবার (আজ) বাদ মাগরিব হাজী খাইরুল্লা সারেং বাড়ি মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

সাংবাদিক মামুন আবদুল্লাহ’র পিতার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইজে, চট্টগ্রাম প্রেস ক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন-টিজেএসি, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট