চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

৬ দিনে পণ্য পরিবহনে আর্থিক ক্ষতি সাড়ে ছয়শ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট, ২০২৪ | ১১:১৪ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ছয়দিনে পণ্য পরিবহন খাতে আর্থিক ক্ষতি হয়েছে সাড়ে ছয়শ কোটি টাকা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশন। গতকাল এ চিঠি পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়েছে, কোট সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে পণ্য পরিবহন বন্ধ থাকায় ছয়দিনে সাড়ে ছয়শ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। চট্টগ্রাম থেকে ৯ হাজর ৫৪৪টি কার্গো ভ্যান, ৪৮ হাজার ৩৫৮টি কাভার্ডভ্যান, ৩৩ হাজার ৯১৪টি ডেলিভারি ভ্যান, ১ লাখ ৬৩ হাজার ৭২টি পিকআপ ও ১ লাখ ৫২ হাজার ১৩১টি ট্রাক পণ্য পরিবহনের নিয়োজিত রয়েছে। পণ্য পরিবহনকারী এসব পরিবহনে প্রতিদিন ১০৮ কোটি ৪২ লাখ ৯৫ হাজার টাকা করে ছয়দিনে ৬৫০ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

 

বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক এসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহমদ জানান, কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে পণ্য পরিবহনে নিয়োজিত গাড়িগুলো চলাচল করতে পারেনি। আন্দোলন চলাকালীন সময়ে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা জানতে গত ২৯ জুলাই এফবিসিসিআই থেকে আমাদেরকে চিঠি দেয়া হয়েছিল। আন্দোলন চলাকালীন সময়ে ছয়দিন গাড়ি চলতে পারেনি। ওই ছয়দিনের আর্থিক ক্ষতির একটি বর্ণনা এফবিসিসিআইয়ের কাছে পাঠিয়েছি।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট