চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

যাত্রীদের পদচারনায় মুখর রেলস্টেশন

১২ দিন পর বাজল হুইসেল

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট, ২০২৪ | ১০:৫৯ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্থগিত হয়ে যাওয়া যাত্রীবাহী ট্রেন চলাচল সীমিত পরিসরে শুরু হয়েছে। ১২ দিন পর গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ৩টি যাত্রীবাহী ট্রেন। দীর্ঘদিন পর ট্রেন যাত্রীদের পদচারনায় মুখর হয়ে উঠে রেলস্টশন প্ল্যাটফর্ম।

 

এর আগে রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী এ সংক্রান্ত আদেশ জারি করে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয়। গত বুধবার জারি করা ওই আদেশে বলা হয়- রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন বিভিন্ন গন্তব্যে ২৮টি কমিউটার ও ৬টি লোকাল ট্রেন কারফিউ শিথিল সময়ে পরিচালনা করা যাবে।

 

আদেশ অনুযায়ী- ১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে চলবে কেবল ৪টি যাত্রীবাহী কমিউটার ট্রেন। এরমধ্যে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার চট্টগ্রাম ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিটে। চাঁদপুরগামী সাগরিকা কমিউটার চট্টগ্রাম ছাড়বে সকাল ৮টায়। নাজিরহাটগামী নাজিরহাট কমিউটার-১ ও নাজিরহাট কমিউটার-৩ চট্টগ্রাম ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৪৫ মিনিট এবং বেলা ১১টা ২৫ মিনিটে। এছাড়া সিজিপিওয়াই থেকে ঢাকাগামী অন্তত ২টি কনটেইনার স্পেশাল ট্রেন চলবে।

 

প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। এর মধ্যে ২৪ জুলাই সীমিত পরিসরে কয়েকটি মালবাহী ট্রেন পরিচালনা করে রেলওয়ে। তবে পরে তা বন্ধ করে দেয়া হয়। এর বাইরে বর্তমানে বিজিবি প্রহরায় ঢাকা ক্যান্টনমেন্ট, সিলেটসহ কয়েকটি গন্তব্যে কিছু তেলবাহী ট্রেন চলাচল করছে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট