চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শিক্ষকদের বাসায় বোমা বিস্ফোরণের অভিযোগ

চবি সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৪ | ৮:৪৯ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণ, হত্যা ও গণগ্রেপ্তারের নিন্দা ও বিচারের দাবি জানানোর কারণে রাতের অন্ধকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষকের বাড়িতে হামলা ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। উপাচার্য বরাবর অভিযোগ জানিয়ে নিরাপত্তা সংকটে ভুগছেন বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষকরা।

 

মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসস্থ শিক্ষক কলোনিতে এই হামলার ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী দুই শিক্ষক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

 

এ বিষয়ে নিরাপত্তা চেয়ে বুধবার (৩১ জুলাই) দুপুরে চবি ভিসি, উপ-ভিসি, রেজিস্ট্রার, প্রক্টর ও শিক্ষক সমিতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন মোজাম্মেল হক।

 

ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগপত্রে মোহাম্মদ মোজাম্মেল হক লিখেন, গতরাত ২টায় আমার বাসা এসই-১৫’র সামনে আনুমানিক ১৬-১৭ জন তরুণ ৬-৭টি মোটরসাইকেল নিয়ে এসে আমার নাম ধরে উচ্চস্বরে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। তারা আনুমানিক ৭-৮ মিনিট অবস্থান করে। এই সময়ে তারা ৩টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা পশ্চিম দিকে চলে যায়।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে তিনি আরও উল্লেখ করেন, ওই সময়ে বাসার সামনে ডিউটিরত প্রহরিদ্বয় ও আশপাশের প্রতিবেশিরা এই চরম অনাকাঙিক্ষত ঘটনার সাক্ষী। বাসার সামনে ইলেকট্রিক পোলে লাগানো সিসিটিভির ফুটেজ দেখে আক্রমণকারীদের চিহ্নিত করা সম্ভব। এ ঘটনার পরে ব্যক্তিগতভাবে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আশা করি এ ব্যাপারে আপনি (উপাচার্য) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

আরেক ভুক্তভোগী প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, রাত সোয়া ২টার দিকে ৭-৮ টা মোটরসাইকেল নিয়ে পাহাড়িকা হাউজিং সোসাইটির বাসার সামনে আসে। স্টিলের দরজায় আঘাত করে ও আমার নাম ধরে চট্টগ্রামের ভাষায় গালাগালি করতে থাকে। এ সময় তারা ৩টা বোমা (ককটেল সম্ভবত) ফাটায়।

 

শিক্ষকদের বাসায় হামলার বিচার চেয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক খ. আলী আর রাজি বলেন, মোজাম্মেল স্যারের বাসায় হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আমি এই হামলার তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

 

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম আবু নোমান বলেন, শিক্ষক সমিতি বরাবর মোহাম্মদ মোজাম্মেল হক স্যারের পক্ষ থেকে একটি অভিযোগপত্র এসেছে। শিক্ষকদের বাসায় হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি করছি।

 

এ ব্যাপারে চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম জানান, তারা বিকাল ৪টায় চবি শিক্ষক মোজাম্মেল হকের বাসায় গিয়ে বোমা বিস্ফোরণের কোনো নিদর্শন পান নাই। দায়ীত্বরত প্রহরি উপস্থিত না থাকায় তারা বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আর ইন্টারনেট না থাকায় সিসিটিভির ফুটেজ নেওয়া সম্ভব হয়নি।

 

পূর্বকোণ/জুনায়েদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট