চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ঠিকাদার সমিতির সংবাদ সম্মেলন

বিজ্ঞপ্তি

১০ জুলাই, ২০২৪ | ৩:১৯ অপরাহ্ণ

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অসহযোগিতার কারণে গ্যাস সংযোগ সংক্রান্ত বিভিন্ন নথি প্রক্রিয়ার নানাবিধ প্রতিকূলতা এবং গ্রাহকসেবা প্রদানে হয়রানি ও জটিলতা নিরসনকল্পে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার সমিতি।

গত বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মো. ইকরাম চৌধুরী।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, সিনিয়ার সহ-সভাপতি নাজমুল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চট্টগ্রামে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তিনির্ভর শিল্প-কারখানা স্থাপিত হওয়ায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করে। এই অঞ্চলে আবেদনকৃত বহু শিল্প-কারখানা নতুন সংযোগ প্রদান, লোড বর্ধিতকরণসহ নানাবিধ কার্যক্রম এক প্রকার বন্ধ করে দেয়। তাই এই সংবাদ সম্মেলন থেকে গ্যাস সংযোগে যে- বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে তা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট