চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

ট্রেনে ঈদযাত্রা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

১২ জুন, ২০২৪ | ১০:৩৩ পূর্বাহ্ণ

এক সপ্তাহেরও বেশি সময় ধরে অনলাইন যুদ্ধে যারা ট্রেনের টিকিট কাটতে পেরেছেন- তারা আজ বুধবার থেকে যাত্রা শুরু করবেন। অর্থাৎ ২ জুন থেকে যেসব যাত্রী ১২ জুনের অগ্রিম টিকিট কেটেছেন তারা গ্রামে পাড়ি জমাবেন। আজ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ভোরেই ট্রেন ছাড়া শুরু করবে। চট্টগ্রাম থেকে তিনটি রুটে চলবে চার জোড়া ঈদ স্পেশাল ট্রেন। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে গন্তব্যে পৌঁছাতে তারা কাজ করছেন। তবে এই কাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিডিউল অনুযায়ী ট্রেন চালানো এবং বিনা টিকিটের যাত্রীরোধ করা। এ লক্ষ্যে স্টেশন চত্বরে ইতোমধ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। টিকিটধারী যাত্রীরা সহজেই স্টেশনে প্রবেশ করতে পারবেন।

 

 

রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারাদেশে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেনসহ শতাধিক অতিরিক্ত কোচ প্রস্তুত রয়েছে। চলমান ট্রেনের সঙ্গে ঈদযাত্রায় ঈদ স্পেশাল ট্রেন ও অতিরিক্ত কোচ চালানো হবে।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট