চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল : প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

২৬ মে, ২০২৪ | ১১:২৮ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের কারণে সোমবার (২৭ মে) চট্টগ্রামের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাঠদান বন্ধ থাকলেও সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।  রবিবার (২৬ মে) এসব কথা জানান চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম আব্দুর রহমান।

 

জানতে চাইলে তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম নগরী ও উপজেলার ২ হাজার ২৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

 

অন্যদিকে, এখনো পর্যন্ত পাঠদান বন্ধের কোন নির্দেশনা দেয়নি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে। এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, আমাদের মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে। তবে পাঠদান বন্ধের ব্যাপারে কোন নির্দেশনা এখনো পর্যন্ত আসেনি।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট