চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

চট্টগ্রামের ৬ উপজেলার ৪৫৩ আশ্রয়কেন্দ্রে ১২ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক

২৬ মে, ২০২৪ | ১১:০৪ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রেমাল থেকে জানমাল রক্ষায় চট্টগ্রামের ছয় উপজেলার ৪৫৩ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে নারী ও শিশুসহ উপকূলের ১১ হাজার ৮০৬ জন মানুষ।

 

চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার জানান, রবিবার রাত ৯টা পর্যন্ত চট্টগ্রামের ৬ উপজেলার ৪৫৩টি আশ্রয়কেন্দ্রে মোট ১১ হাজার ৮০৬ জন ঠাঁই নিয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা বাড়ছে। এছাড়া ৬৯৬টি গবাদিপশুও আশ্রয়কেন্দ্রগুলোতে উঠেছে।

 

মিরসরাই, সন্দ্বীপ, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী ও কর্ণফুলী উপজেলার আশ্রয়কেন্দ্র গুলোতে ৫ হাজার ৫২ জন পুরুষ, ৪ হাজার ৯৭৪ জন মহিলা, ১ হাজার ৭৬৭ জন শিশু ও ১৩ জন প্রতিবন্ধী ঠাঁই নিয়েছেন।

 

সাইফুল্লাহ মজুমদার বলেন, আশ্রয়কেন্দ্রে মহিলা ও শিশুদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য বিধিসমূহ অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি আশ্রিতদের শুকনো খাবার চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট