চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

চট্টগ্রামে ফ্লাইট বাতিল, নয়টি বাসে ঢাকা গেল ৩১৭ হজযাত্রী

অনলাইন ডেস্ক

২৬ মে, ২০২৪ | ৯:১৬ অপরাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ৩১৭ হজযাত্রীকে নয়টি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল করা হয়।

 

তিনি জানান, হজ ফ্লাইট বিএজি-১৩৫ চট্টগ্রাম থেকে ৩১৭ জন হজযাত্রী নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল।  ঘূর্ণিঝড় রেমালের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় চট্টগ্রামে হজযাত্রীরা ঢাকায় পৌঁছে হজ ফ্লাইট ধরবেন।

 

এর আগে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের দিকে এগিয়ে আসায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত উড়োজাহাজ চলাচল স্থগিত করেছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট