চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

ট্রাভেল জোনের হজ প্রশিক্ষণ কর্মশালা, যাত্রা শুরু ওয়েব পোর্টালেরও

বিজ্ঞপ্তি

২৫ মে, ২০২৪ | ১০:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামে প্রায় ৩ শতাধিক হজযাত্রী নিয়ে অনুষ্ঠিত হয়েছে হজ প্রশিক্ষণ কর্মশালা। ট্রাভেল এজেন্সি ‘ট্রাভেল জোনের’ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। অনলাইন ভিত্তিক সেবা কার্যক্রম বাড়ানোর লক্ষ্যে এ সময় ট্রাভেল জোন ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়।

 

শনিবার (২৫ মে) দুপুরে নগরীর বহদ্দারহাট এলাকায় একটি কনভেনশন হলে প্রশিক্ষণ কর্মশালা এবং ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়।

 

ট্রাভেল জোনের স্বত্বাধিকারী কাজী মুহাম্মদ আব্দুল হক শহীদের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আবদুচ ছালাম।

 

উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান, ওমর গণি এমইএস কলেজের সাবেক অধ্যাপক আ. ফ. ম খালিদ হোসেন, বাংলাদেশ বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) এ একে এম শাহিদুল হাসান, চট্টগ্রাম ডিস্ট্রিক ম্যানেজার শাহাদাত হোসেন, চসিকের প্যানেল মেয়র ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম।

 

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দীন ফারুক, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এনামুল হক, রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. আব্দুল মাবুদ, দঈফুর রহমান হজ কাফেলার স্বত্বাধিকারী আব্দুর রহমান, শাহ আহমদিয়া ট্রাভেলস এ- ট্যুরসের স্বত্বাধিকারী মাওলানা মুহাম্মদ আবু মুহসিন মুনিরী। ট্রাভেল জোনের মোয়াল্লিম (প্রশিক্ষক) আবু সায়েম মুহাম্মদ কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রাভেল জোনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, ট্রাভেল জোনের স্বত্বাধিকারী মোজাহেদ হোসেন প্রমুখ।

 

সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। ২০১৮ সাল থেকে নিয়মিত হজযাত্রী পাঠানো শুরু করে প্রতিষ্ঠানটি। এজেন্সির মাধ্যমে প্রতিবছর ৫ শতাধিক ওমরা যাত্রী যাত্রা করেন। বড় পরিসরে প্রথম বারের মতো হজযাত্রী পাঠানো শুরু হয়েছে। চট্টগ্রাম, ঢাকা ছাড়াও দেশের বাইরে দুবাই ও আবুধাবিতে প্রতিষ্ঠানটির অফিস (শাখা) রয়েছে। সদ্য উদ্বোধন হওয়া ‘ট্রাভেল জোন ওয়েব পোর্টালের’ মাধ্যমে ঘরে বসেই ডমেস্টিক এবং ইন্টারন্যাশনাল টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট