চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

প্রেমের সম্পর্ক নিয়ে সন্দেহ, পালিত মেয়ের হাতে মা খুন

অনলাইন ডেস্ক

২৫ মে, ২০২৪ | ১:৪৪ পূর্বাহ্ণ

ইয়োগা ও হিন্দি নায়িকার মতো করে নাচ শেখায় ভিন্ন ধর্মের ছেলের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে সন্দেহ করার কারণে পালিত মেয়ের হাতে খুন হয়েছে মা। শুক্রবার (২৪ মে) এই ঘটনায় অভিযুক্ত কিশোরী আয়েশা আক্তার আইমনকে দক্ষিণ কাট্টলী ছদু চৌধুরী আবাসিক এলাকা থেকে আটক করেছে পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ জানান, গত ২০ মে রাতে মা মেয়ের ঝগড়াঝাটির এক পর্যায়ে কাঠের টুকরো দিয়ে মা আনোয়ারা বেগমকে (৫৭) বারবার আঘাত করে গুরুতর জখম করে আইমন। পরে তার বড় ভাই মাসুমকে কল করে জানায় কারা যেন মাকে মেরে ফেলে গেছে। পরে আহত মহিলাকে চিকিৎসার জন্য প্রথমে পাহাড়তলী থানাধীন ফইল্যাতলী বাজারস্থ তাইসেফ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তার বাদীর মায়ের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ২৮ নং ওয়ার্ডে ভর্তি করে। ভিকটিমের অবস্থা আরও খারাপ হওয়ায় চমেক হাসপাতাল থেকে আইসিইউতে ভর্তি করার পরামর্শ প্রদান করেন। চমেক হাসপাতালে আইসিইউ বেড খালি না থাকায় উন্নত চিকিৎসার জন্য এশিয়ান স্পেশালাইজড অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের নিয়ে আইসিইউতে ভর্তি করেন। সেখানে একদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে পুলিশ তদন্ত করে বিষয়টির রহস্য উদঘাটন করে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট