চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

অসামাজিক কার্যকলাপ : ইপিজেডে পুলিশের হাতে গ্রেপ্তার ১২

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২৪ | ৯:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে ইপিজেড এলাকায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৬ নারীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) রাতে নগরীর ইপিজেড এলাকার বিভিন্ন আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতাররা হলেন- সাজু বড়ুয়া (২৭), মো. হাসান (২৮), রাশেদ কামাল (৩০), মো. সোহাগ (২১), মো. সোহেল হোসাইন(৩১), মো. নিজাম উদ্দিন, নাজমা আক্তার (২৬), বিবি কুলছুম (২১), ফাহিমা (২০), রুকসানা আক্তার(২৪), শারমিন আক্তার(২১) ও মুসলিমা আক্তার (১৮)।

 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন জানান, ইপিজেড থানা এলাকার হোটেল ব্লুসোম, হোটেল রেড ব্লু ও হোটেল নুর নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট