চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

সর্বশেষ:

আড়াই হাজার ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২৪ | ৮:০৯ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে আড়াই হাজার ইয়াবাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) রাতে সিআরবি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোস্তফা কামাল।

 

গ্রেপ্তাররা হলেন-  আব্দুল আজিজ (৩২) ও মো. লোকমান হোসেন (৩৯)।

 

মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিআরবি কাঠের বাংলো মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট