চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

কোতোয়ালীতে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, একজন ধরা

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৪ | ৫:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামে কোতোয়ালীতে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি নাম মো. কাউছার (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক।

তিনি বলেন, গত ২৩ মে খাতুনগঞ্জে ইউছুপ এন্ড ব্রাদার্স নামে একটি দোকান থেকে ৪ লাখ টাকা নিয়ে যায় চোর। পরে মামলা হলে নগরী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির বাসার খাটের নিচ থেকে চুরি যাওয়া ৩ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট