চট্টগ্রাম সোমবার, ১৭ জুন, ২০২৪

চট্টগ্রামে এনএসআই কর্মকর্তা পরিচয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী ধরা

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৪ | ৩:১৬ অপরাহ্ণ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে দু’জনকে আটক করেছে র‍্যাব-৭। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এ সময় তাদের কাছ থেকে ৯৬০টি ইয়াবা জব্দ করা হয়।

আটককৃতরা হল, সীতাকুণ্ডের মুজিবুর রহমান (৪৬) ও তার স্ত্রী মমতাজ বেগম (৩৪)।

বৃহস্পতিবার (২২ মে) সীতাকুণ্ডের প্রেমতলা কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।শুক্রবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় র‍্যাব।

জানা গেছে, এসএসসি পাসের পর থেকে চাকরির জন্য চেষ্টা করে আসছিল মনজুর আলম। ২০২১ সালে ভাগনির বিয়েতে মমতাজ বেগমের সঙ্গে তার পরিচয় হয়। এ সময় ভুক্তভোগী জানতে পারেন মমতাজ বেগম এনএসআই চট্টগ্রামের উপ-পরিচালক। মমতাজ বেগম ভুক্তভোগী মনজুরকে এনএসআইয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৩৪ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বলেন, ইয়াবাসহ এক প্রতারক দম্পতিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট