চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি, অন্যথায় গণআন্দোলন

৭ মে, ২০১৯ | ১:১৯ পূর্বাহ্ণ

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে গতকাল (সোমবার) সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীনকে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম গ্রাহক পরিষদ ও কে.জি.ডি.সি.এল’র ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ মেয়রের নিকট আবাসিক গ্যাস সংযোগ চালুর জোর দাবি জানান। অন্যথায় গ্রাহক-ঠিকাদার সম্মলিতভাবে রাজপথে গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করবে বলে উল্লেখ করেন। সিটি মেয়র নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনাদের স্মারকলিপির সাথে আমি ডিও লেটারসহ মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রেরণ করবো। যে সকল গ্রাহক আবাসিক গ্যাসের জন্য টাকা পরিশোধ করেছেন অন্তত তাদের গ্যাস সংযোগ দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এসময় উপস্থিত ছিলেন, কে.জি.ডি.সি.এল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. ইকরাম চৌধুরী, চট্টগ্রাম গ্রাহক পরিষদের প্রধান উপদেষ্টা মো. হাসান চৌধুরী, চট্টগ্রাম গ্রাহক পরিষদের সভাপতি জাফর আহম্মদ, ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, গ্রাহক পরিষদের সাধারণ সম্পাদক আবুল বাশার, ঠিকাদার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হারুন সাহেব, সহ-সভাপতি শফিকুল আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাঠোয়ারী, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক আকবর প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট