চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

প্রাইভেট কার চুরি করে খালার বাসায় পার্কিং, কিশোর আটক

অনলাইন ডেস্ক

১৪ মে, ২০২৪ | ৮:৪৩ অপরাহ্ণ

 

পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর এলাকা থেকে প্রাইভেট কার চুরির অভিযোগে আবীর হোসেন আলীফ (১৭) নামের এক কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ । সোমবার (১৩ মে) সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আবীরকে সনাক্তের পর আটক করে পুলিশ। 

 

নগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার ডিবি (বন্দর ও পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন জানান, গত ৬ মে বিকালে পাঁচলাইশ মোহাম্মদপুর মোবারক আলী সওদাগর রোডের জামান চৌধুরী টাওয়ারের পার্কিং হতে একটি সিলভার রংয়ের প্রাইভেট কার  (চট্টমেট্রো গ ১১৯০৭৫)  চুরি হয়। উক্ত বিষয়ে গাড়ির মালিক মোহাম্মদ মাসুদ উদ্দীন বাদী হয়ে পাঁচলাইশ থানায় এজাহার দায়ের করেন। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তি ব্যবহার  করে গতকাল ১৩ মে বিকেল ৪ টার সময় কিশোর আবীর হোসেন আলিফ(১৭) কে সনাক্ত করার পর হেফাজতে নেয়া হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন ৬ নং ওয়ার্ডের ইয়াছিন হাজির বাড়ির নজরুল ভবনের পার্কিং হতে চুরি যাওয়া প্রাইভেট কারটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

 

জিজ্ঞাসাবাদে আবীর জানায়, সে তার বাবার ব্যবহৃত গাড়ির চাবি দিয়ে বাদীর প্রাইভেট কারটি সুকৌশলে ঘটনাস্থল হতে চুরি করে নিয়ে তার খালার বাসা নজরুল ভবনের পার্কিং এ লুকিয়ে রাখে এবং গাড়িটি যাতে সনাক্ত করা না যায় সে জন্য বাদীর চুরি যাওয়া প্রাইভেটকারের সামনের ও পিছনের নাম্বার প্লেট খুলে রাখে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট