আধুনিকতা, মুক্তচিন্তা ও সুস্থধারার বার্তা নিয়ে ১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে দেশসেরা আঞ্চলিকের স্বীকৃতিপ্রাপ্ত দৈনিক পূর্বকোণের। সেই ধারা অব্যাহত রেখে গৌরবের সাথে আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ৩৯ বছরে পা রেখেছে পূর্বকোণ।
প্রতিবারের ন্যায় এ বছরও রয়েছে জমকালো আয়োজন। আজ সকালে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পূর্বকোণের ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী, পূর্বকোণ লিমিটেডের নির্বাহী পরিচালক জাসির চৌধুরী ও জায়ির চৌধুরী।
এ সময় দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী পূর্বকোণের দীর্ঘ পথচলায় সহযোগিতার জন্য পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সংবাদপত্র হকারসহ চট্টগ্রামের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলের এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি দৈনিক পূর্বকোণের উন্নয়ন ও পূর্বকোণ অনলাইন প্রতিষ্ঠায় দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম রমিজউদ্দিন চৌধুরীর অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজউদ্দিন চৌধুরী তাঁর বক্তব্যের শুরুতে দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং মরহুম সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি পূর্বকোণের অগ্রযাত্রায় সাংবাদিক ও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একইসাথে পাঠক, শুভানুধ্যায়ী বিজ্ঞাপনদাতাদের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টিং ইনচার্জ ও অনলাইন হেড সাইফুল আলম, সহ-সম্পাদক হাসনাত মোর্শেদ, স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, পূর্বকোণ লিমিটেডের জিএম মোজাম্মেল জিলানী, হিসাব বিভাগের প্রধান মো. মারুফ, মানবসম্পদ কর্মকর্তা চন্দন শীল, সার্কুলেশন ম্যানেজার তাপস কুমার নন্দীসহ সংবাদিক-কর্মকর্তা এবং কর্মচারীগণ। অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক পূর্বকোণের ইউনিট প্রধান মিহরাজ উদ্দিন রায়হান।
পরে সহকর্মীগণ নানা স্মৃতিচারণা এবং জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন। এই ফাঁকে সহকর্মীদের কেউ কেউ ছবি ও সেলফিও তুলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি দৈনিক পূর্বকোণ পত্রিকার ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।
পূর্বকোণ/জুবাইর/এএইচ